বাগেরহাট বাস স্টান্ড থেকে বাগেরহাট টু মোড়েলগঞ্জ বাসে করে মোড়েলগঞ্জ বাস স্টান্ডে পৌছাতে হবে। সেখান থেকে ট্রলারে অথবা ফেরিতে পানগুছি নদী পার হতে হবে। ট্রলারে পার হলে খেয়া ঘাট থেকে হেটে বা ভ্রানে ১০০ মিটার গেলে উপজেলা পরিষদ পাওয়া যাবে। আর ফেরিতে পার হলে ফেরি পার হয়ে ভ্যানে শরণখোলা উপজেলা রোডে দক্ষিনদিকে ৪০০ মিটার যেয়ে বাম দিকে ১০০ মিটার গেলে উপজেলা পরিষদ পাওয়া যাবে। উপজেলা পরিষদের ৫ তলা নতুন ভবনের পশ্চিম পাশ্বের প্রথম ২টি কক্ষে উপজেলা সমবায় অফিস অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস