Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

সমবায় দপ্তর কর্তৃক প্রদত্ত উল্লেখযোগ্য সেবার তালিকা:

১. প্রকল্প /বিআরডিবি ভুক্ত প্রাথমিক সমবায় সমিতির নিবন্ধন প্রদান।

২. প্রকল্প /বিআরডিবি ভুক্ত ব্যাতীত প্রাথমিক সমবায় সমিতির নিবন্ধনের জন্য আবেদন যাচাই বাছাই করে সুপারিশ সহ জেলা সমবায অফিসে প্রেরণ।

৩.সমবায় সমিতির (প্রাথমিক ও কেন্দ্রীয়) বার্ষিক নিরীক্ষা সম্পাদন।

4. সমবায় সমিতির সদস্যদের মাঝে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ প্রদান।

৪. সমবায় সমিতির সদস্যদেরকে বাংলাদেশ সমবায় একাডেমী ও আঞ্চলিক সমবায়

    শিক্ষায়তন খুলনায় বিভিন্ন ট্রেডে সমবায় বিষয়ক ও আইজিএ প্রশিক্ষণ প্রদান।

5. সমবায় সমিতির সদস্যদেরকে প্রকল্প ঋণ প্রদান (সংশ্লিষ্ট উপজেলায় প্রকল্প চলমান থাকা সাপেক্ষে) ।

6. বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বি হওয়ার জন্য ঋণ সহায়তা প্রদান (সংশ্লিষ্ট উপজেলায় প্রকল্প চলমান থাকা সাপেক্ষে) ।

৭. সমবায় সমিতির সদস্যগণের মধ্যে বা আন্তঃ সমবায় সমিতির বিরোধ এর বিচার / মিমাংশা করা।

৮. সমবায় সমিতির সদস্যগণের প্রাপ্ত অভিযোগ শুনানী ও নিস্পত্তি করণ।

৯. সমবায় সমিতির নির্বাচন কমিটি গঠন ও নির্বাচন পরিচালনা কাজে সহায়তা প্রদান।

১০. সমবায় সমিতির বৈধ ব্যবস্থাপনা কমিটির অবর্তমানে অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন।

১১. সমবায় সমিতির পরিচর্যা ও সমবায় সমিতির কার্যক্রম তদরকি করণ।

১২. সমবায় সমিতির কার্যক্রম পরিদর্শন বা তদন্ত করণ।

১৩. সমবায় সমিতির উপর ধার্যকৃত অডিট ফি আদায়।

১৪. সমবায় সমিতির উপর ধার্যকৃত সমবায় উন্নয়ন তহবিল আদায়।

১৫. জাতীয় সমবায় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন।

১৬. জাতীয় সমবায় পুরস্কারের জন্য উপজেলাধীন সমবায় সমিতির মনোনয়ন প্রদান।

১৭.বিভিন্ন জাতীয় দিবস পালন ও প্রদত্ত কর্মসূচিতে অংশগ্রহণ।

১৮. কর্মকর্তা কর্মচারিদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ গ্রহণ।

১৯. সংশ্লিষ্ট সভা সেমিনারে অংশ গ্রহণ।

২০. নিবন্ধন পূর্ব প্রশিক্ষণ আয়োজন ও প্রদান।

২১. সমবায় সম্পর্কে সাধারণ জনসাধারণকে উদ্বুদ্ধ করার জন্য সভা আয়োজন।