প্রশিক্ষণ সংক্রান্ত পরামর্শ
প্রশিক্ষণের পরামর্শ
ক) ভ্রাম্যমান প্রশিক্ষণ: মোড়েলগঞ্জ উপজেলাধীন সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটি তাদের সদস্যদের ১ দিনের ভ্রাম্যমান প্রশিক্ষণ প্রদানে আগ্রহী থাকেন তাহলে উপজেলা সমবায় দপ্তরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। প্রশিক্ষণে ক্ষেত্রে ধাপ সমূহ-
- প্রতিটি প্রশিক্ষণে ১টি সমিতি সর্বাধিক ৫জন সদস্য মেনোনয়ন দিতে হবে।
- প্রশিক্ষনটি দিন ব্যাপী হবে।
- বাজেট থাকা সাপেক্ষে প্রশিক্ষণ প্রদান করা হয়।
- প্রতিটি প্রশিক্ষণ কোর্সে ২৫ জন সমবায়ীকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
- পরস্পর নিবিড় ও সংলগ্ন সমিতির ক্ষেত্রে সমিতি কর্তৃক নির্বাচিত ভেনুতে প্রশিক্ষণ প্রদান করা হয়।অন্যথায় সমবায় অফিস কর্তৃক নির্ধারিত ভেনুতে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
- কোন বিষয়ে বিশেষ প্রশিক্ষণের ক্ষেত্রে উপজেলা সমবায় অফিসে প্রশিক্ষনের নূন্যতম ৩ কর্মদিবস পূবে জানাতে হবে।
- প্রতিটি কোর্সে প্রশিক্ষনার্থীগণকে জন প্রতি ২০০/- টাকা হরে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।
- প্রতিটি কোর্সে প্রশিক্ষনার্থীগণকে দুপুরের খাবার, ও প্রশিক্ষণ সামগ্রী (খাতা, কলম এবং ফোল্ডার) প্রদান করা হয়।
- ভেনু খরচ এর বরাদ্দ না থাকায় ভেনু সংক্রান্ত ব্যয় করা সম্ভব হবে না।
খ) একাডেমিক প্রশিক্ষণ:
সমবায অধিদপ্তরের অধিন ১টি সমবায় একাডেমী এবং ৯টি আঞ্চলিক সমবায় শিক্ষায়ত ও ৪টি কম্পিউটার ল্যবের মাধ্যমে সমবায়ীদের বিভিন্ন বৃত্তিমুলক প্রশিক্ষণ প্রদান করা হয়।
ট্রেড সমূহ মেয়াদ
- ব্লক বাটিক ৫দিন
- আইজিএ মোবাইল সার্ভিসিং ৫দিন
- আইজিএ কম্পিউটার ১০ দিন
- আইজিএ ইলেকট্রিক্যাল ৫দিন
- সমবায় ব্যবস্থাপনা ৫দিন
- সমবায় হিসাব সংরক্ষন ১০ দিন
- মৌমাছি পালন ৫দিন
- আইজিএ গাভী পালন ১০ দিন।
প্রশিক্ষণ কোর্সে অংশ গ্রহণের জন্য মোড়েলগঞ্জ উপজেলাধীন নিবন্ধিত সমবায় সমিতির সদস্য, তার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি , ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নন্বর ও সর্বশেষ শিক্ষাগতযোগ্যতার সনদের ফটোকপি সহ উপজেলা সমবায় অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।