Wellcome to National Portal
Main Comtent Skiped

Training List

মোড়েলগঞ্জ উপজেলা সমবায় দপ্তর হতে ২০২১-২২ অর্থবছরে প্রশিক্ষণের তালিকা

 

 ক) ভ্রাম্যমান প্রশিক্ষণ: মোড়েলগঞ্জ উপজেলায় রাজস্ব বাজেটের আওতায় ৪টি ভ্রাম্যমান প্রশিক্ষণের বাজেট পাওয়া গেছে। প্রাপ্ত বাজেট অনুযায়ী ৪টি প্রশিক্ষণ প্রদান সম্পন্ন হয়েছে। নিম্নে প্রশিক্ষনের তথ্য দেওয়া হল।

প্রথম প্রশিক্ষণ

প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়                                       : ০২-১২-২০২১ খ্রিঃ

প্রশিক্ষণ গ্রহণের স্থান                                      : সময় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর কার্যালয়।

অংশগ্রহণকারী সমবায় সমিতি                           : ৫টি

মোট অংশগ্রহণকারী                                       : ২৫ জন।

দ্বিতীয়  প্রশিক্ষণ

প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়                                       : ০৯-১২-২০২১ খ্রিঃ

প্রশিক্ষণ গ্রহণের স্থান                                      : বলাকা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর কার্যালয়।

অংশগ্রহণকারী সমবায় সমিতি                           : ৬টি

মোট অংশগ্রহণকারী                                       : ২৫ জন।

তৃতীয় প্রশিক্ষণ

প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়                                       : ২২-১২-২০২১ খ্রিঃ

প্রশিক্ষণ গ্রহণের স্থান                                      : স্কাই সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর কার্যালয়।

অংশগ্রহণকারী সমবায় সমিতি                           : ৫টি

মোট অংশগ্রহণকারী                                       : ২৫ জন।

চতুর্থ প্রশিক্ষণ

প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়                                       : ১২-০১-২০২২ খ্রিঃ

প্রশিক্ষণ গ্রহণের স্থান                                      : অগ্রগতি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর কার্যালয়।

অংশগ্রহণকারী সমবায় সমিতি                           : ৫টি

মোট অংশগ্রহণকারী                                       : ২৫ জন।

 

খ) একাডেমিক প্রশিক্ষণ:

সমবায অধিদপ্তরের অধিন ১টি সমবায় একাডেমী এবং ৯টি আঞ্চলিক সমবায় শিক্ষাযত ও ৪টি কম্পিউটার ল্যবের মাধ্যমে সমবায়ীদেও বিভিন্ন বৃত্তিমুলক প্রশিক্ষণ প্রদান করা হয়।

 ট্রেড সমূহ                                                                        মেয়াদ

১. ব্লক বাটিক                                                                    ৫দিন

২. আইজিএ মোবাইল সার্ভিসিং                                              ৫দিন

 ৩. আইজিএ কম্পিউটার                                                      ১০ দিন

 ৪. আইজিএ ইলেকট্রিক্যাল                                                   ৫দিন

৫. সমবায় ব্যবস্থাপনা                                                         ৫দিস

 ৬. সমবায় হিসাব সংরক্ষন                                                  ১০ দিন

৭. মৌমাছি পালন                                                              ৫দিন

৮. আইজিএ গাভী পালন                                                      ১০ দিন।

 

মোড়েলগঞ্জ উপজেলা হতে এ পর্যন্ত ৩ টি প্রশিক্ষণ কোর্সে  ৫দিন মেয়াদী ৭ জন সমবায়ীগণ কে মনোনয়ন প্রদান করা হয়েছে।

 

প্রশিক্ষণ কোর্সে অংশ গ্রহণের জন্য মোড়েলগঞ্জ উপজেলাধীন নিবন্ধিত সমবায় সমিতির সদস্য, তার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি , ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নন্বর ও সর্বশেষ শিক্ষাগতযোগ্যতার সনদের ফটোকপি সহ উপজেলা সমবায় অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।