Wellcome to National Portal
Main Comtent Skiped

Training Related Suggestion

প্রশিক্ষণের পরামর্শ

 

 ক) ভ্রাম্যমান প্রশিক্ষণ: মোড়েলগঞ্জ উপজেলাধীন সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটি তাদের সদস্যদের ১ দিনের ভ্রাম্যমান প্রশিক্ষণ প্রদানে আগ্রহী থাকেন তাহলে উপজেলা সমবায় দপ্তরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। প্রশিক্ষণে ক্ষেত্রে ধাপ সমূহ-

  • প্রতিটি প্রশিক্ষণে ১টি সমিতি সর্বাধিক ৫জন সদস্য মেনোনয়ন দিতে হবে।
  • প্রশিক্ষনটি দিন ব্যাপী হবে।
  • বাজেট থাকা সাপেক্ষে প্রশিক্ষণ প্রদান করা হয়।
  • প্রতিটি প্রশিক্ষণ কোর্সে ২৫ জন সমবায়ীকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
  • পরস্পর নিবিড় ও সংলগ্ন সমিতির ক্ষেত্রে সমিতি কর্তৃক নির্বাচিত ভেনুতে প্রশিক্ষণ প্রদান করা হয়।অন্যথায় সমবায় অফিস কর্তৃক নির্ধারিত ভেনুতে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
  • কোন বিষয়ে বিশেষ প্রশিক্ষণের ক্ষেত্রে উপজেলা সমবায় অফিসে প্রশিক্ষনের নূন্যতম ৩ কর্মদিবস পূবে জানাতে হবে।
  • প্রতিটি কোর্সে প্রশিক্ষনার্থীগণকে জন প্রতি ২০০/- টাকা হরে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।
  • প্রতিটি কোর্সে প্রশিক্ষনার্থীগণকে দুপুরের খাবার, ও প্রশিক্ষণ সামগ্রী (খাতা, কলম এবং ফোল্ডার) প্রদান করা হয়।
  • ভেনু খরচ এর বরাদ্দ না থাকায় ভেনু সংক্রান্ত ব্যয় করা সম্ভব হবে না।

 

খ) একাডেমিক প্রশিক্ষণ:

সমবায অধিদপ্তরের অধিন ১টি সমবায় একাডেমী এবং ৯টি আঞ্চলিক সমবায় শিক্ষায়ত ও ৪টি কম্পিউটার ল্যবের মাধ্যমে সমবায়ীদের বিভিন্ন বৃত্তিমুলক প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

 ট্রেড সমূহ                              মেয়াদ

  1. ব্লক বাটিক                                    ৫দিন
  2. আইজিএ মোবাইল সার্ভিসিং           ৫দিন
  3. আইজিএ কম্পিউটার                  ১০ দিন
  4. আইজিএ ইলেকট্রিক্যাল                 ৫দিন
  5. সমবায় ব্যবস্থাপনা                         ৫দিন
  6.  সমবায় হিসাব সংরক্ষন              ১০ দিন
  7. মৌমাছি পালন                              ৫দিন
  8. আইজিএ গাভী পালন                  ১০ দিন।

 

প্রশিক্ষণ কোর্সে অংশ গ্রহণের জন্য মোড়েলগঞ্জ উপজেলাধীন নিবন্ধিত সমবায় সমিতির সদস্য, তার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি , ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নন্বর ও সর্বশেষ শিক্ষাগতযোগ্যতার সনদের ফটোকপি সহ উপজেলা সমবায় অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।